মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান ভালিয়ে ১৩শ ৭৫ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করে র্যাব-১১ ও সিপিসি-১ ভাগ্যকুল।বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় মাওয়া ১নং পুরাতন ফেরিঘাট এলাকার রশিদ খাঁর পরিত্যক্ত গ্রামীণ টাওয়ারের একতলা বিশিষ্ট ভবন থেকে আসামিসহ সমুদয় মালামাল উদ্ধার করা হয়। র্যাব-১১, সিপিসি-১ প্রেস এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন, উপজেলার মাহমুদপট্টি এলাকার হুমায়ুন কবীরের ছেলে মো. আনিসুর রহমান মুন্না (২২) ও কান্দিরপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. জুনায়েদ (২৬ )।প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র্যাব-১১, সিপিসি-১ মুন্সিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ার ও মদ উদ্ধার করা হয়। লৌহজং থানায় সমুদয় মালামালসহ আসামিদের হস্তান্তরের পক্রিয়া চলছে।ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর