দেশজুড়ে

৪৪ বছরেও ঝালকাঠিতে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি

১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা লাভ করে। যুবলীগের প্রতিষ্ঠাকাল থেকে অনুকূল-প্রতিকূল পরিবেশ এবং রাজনৈতিক প্রেক্ষাপট পেরিয়ে একে একে ৪৪ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু ঝালকাঠিতে সেই থেকে যুবলীগের কার্যক্রম চলেছে শুধু আহ্বায়ক কমিটি দিয়ে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীরা হতাশায় দিন কাটাচ্ছেন। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর পরে ঝালকাঠি জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হতে পারে বলে জানিয়েছেন নেতারা।জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা হওয়ার পরে ঝালকাঠি জেলার আহ্বায়কের দায়িত্ব পান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল ইসলাম খলিফার ভাই শাহজাহান খলিফা। এরপর থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে জেলা যুবলীগের কার্যক্রম। সর্বশেষ ২০১২ সালের ১৭ জুন আমাকে (লিয়াকত আলী খান) আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করীম জাকির ও যুবনেতা হাবিবুর রহমান হাবিলকে যুগ্ম আহ্বয়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় যুবলীগ। চার বছর কেটে গেলো আহ্বায়ক কমিটি দিয়ে। কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করা হচ্ছে বলেও জানান আহ্বায়ক লিয়াকত আলী খান। যুগ্ম-আহ্বায়ক রেজাউল করীম জাকির বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে দিন-তারিখ নির্ধারণ করা হবে। ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু বলেন, চার থেকে পাঁচ বছর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ২০১৫ সালের ১৯ জুলাই নতুন কমিটি দেয়ায় ছাত্রলীগের সাবেক নেতা হয়েছি। কিন্তু যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এখন কোনো পদ-পদবিতে নেই। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে রাজনৈতিক পরিচয় দিতে হচ্ছে।ছাত্রলীগের সাবেক নেতারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, একসময় ছাত্রলীগের তুখোড় নেতা। আর এখন আমাদের কোনো পদ-পদবি নেই। দন্তহীন বাঘের মতো ঘুরে বেড়াচ্ছি। ১১ নভেম্বর এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেল ৩টায় শহরের বারোচালার সামনে যুবসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এফএ/পিআর