দেশজুড়ে

মন খারাপ করবেন না, লেগে থাকেন

আওয়ামী লীগে ত্যাগ ও ধৈর্যের মূল্য আছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনীর মহিপালের পথসভায় এসব কথা বলেন তিনি।    তিনি বলেন, যারা দলে পদ পাননি তারা মন খারাপ করবেন না। লেগে থাকেন। লেগে থাকলে আপনার মূল্যায়ন হবে। আমি লেগে ছিলাম বলে নেত্রী আমাকে আওয়ামী লীগের মতো দলে মূল্যায়ন করেছেন। এসময় তিনি আগামী ৮ ডিসেম্বর ফেনী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দিবেন বলে আশা ব্যক্ত করেন।পথসভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান, জেলা মহিলা লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা প্রমুখ।জহিরুল হক মিলু/এআরএ/এমএস