দেশজুড়ে

গাইবান্ধায় কারাবন্দি বিএনপি নেতা ডলারের মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে বন্দিথাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলারের (৪৮) মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেল পুলিশ সুপার মো. মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিছু আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গাওছুল আজম ডলার গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার মো. আফতাব খন্দকারের ছেলে।গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা এস আই এম শাহীন জাগো নিউজকে বলেন, সকালে ডলারকে হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। তাকে ভর্তি করানোর পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন। কিন্তু হার্টের সমস্যা থাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া তিনি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন। নাশকতা মামলায় গত (৫ অক্টোবর) রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।মো. জিল্লুর রহমান পলাশ/এএম/এমএস