খেলাধুলা

গাঙ্গুলির চোখে স্টাইলিশ তামিম

বিশ্বক্রিকেটের কর্তা ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন তামিম ইকবাল। যার ফল স্বরুপ আইপিএলে পুনে ওয়ারিয়র্স এর দলে থাকলেও ম্যাচে সুযোগ পান নি এই ড্যাশিং ব্যাটসম্যান। কিন্তু তার প্রতিভা, মারমুখী ব্যাটসম্যান অন্য অনেক ব্যাটসম্যানের থেকে বিশ্বমানের এটা অস্বীকার করার অবকাশ নেই। তামিমের সেই প্রশংসার ফুলঝুড়ি ফুটে ওঠেছে ভারতের সৌরভ গাঙ্গুলির মুখে।বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। ধারাভাষ্যকারে হারশা ভোগলে এবং সৌরভ গাঙ্গুলি। হারশা ভোগলে এক পর্যায়ে গাঙ্গুলির কাছে তামিমের ব্যাটিং সম্পর্কে জানতে চাইলেন গাঙ্গুলি বলেন, `তামিম সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান। তার খেলার ধারাবাহিকতা চোখে পড়ার মত, বিশ্বকাপেই তামিমের নিজেকে মেলে ধরার সময়।`পিআর