দেশজুড়ে

মেহেরপুরে যুব মৈত্রীর সম্মেলন

পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অঙ্গ সংগঠন মেহেরপুর জেলা যুব মৈত্রীর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাংনী উপজেলা মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহম্মেদ বকুল। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, কেন্দ্রীয় সদস্য মজিবুর রহমান, সিরাজুল ইসলাম ও কুষ্টিয়া জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক জাহিদুর রহমান। এসময় ওয়ার্কাস পার্টি ও যুব মৈত্রীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএআর/এমএস