দেশজুড়ে

দুই বিচারক হত্যা দিবস আজ

ঝালকাঠিতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারক স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে নিহতের ঘটনাস্থলে গিয়ে সমবেত হয়। এ সময় প্রয়াত দুই বিচারক স্মরণে ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ রমনী রঞ্জন চাকমা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুর রহমান বাচ্চু প্রমুখ। পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল বলেন, আমাদের দুর্ভাগ্য জেএমবির বোমায় নিহত দুই বিচারক হত্যার ঘটনার প্রায় এক যুগ অতিবাহিত হলেও সেখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। স্মৃতিস্তম্ভ নির্মাণের ব্যাপারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন এবং প্রয়োজনে আইনজীবী সমিতির সহযোগিতা দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসনের মাসিক সভায় স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের শহীদ সোহেল-জগন্নাথ পাড়ে মিলনায়তের আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। আতিকুর রহমান/এফএ/পিআর