দেশজুড়ে

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের দরপত্রে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের (পিডব্লিউডি) সড়ক সংস্কারের ৩০ লাখ টাকার দরপত্র অনিয়মের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে ভুয়া লটারি দেখিয়ে ৪ লাখ টাকা উৎকোচ নিয়ে এক ঠিকাদারকে দরপত্র প্রদান করেছেন বলে ঠিকাদারদের অভিযোগ। প্রতিবাদে বুধবার দুপুরে পিডব্লিউডি অফিসে বিক্ষোভসহ নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করেছেন স্থানীয় ঠিকাদাররা।পিডব্লিউডি অফিস ও ঠিকাদার সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরের তুলারডাংগা এলাকায় করতোয়া সংলগ্ন একটি সড়ক সংস্কারের জন্য গত মাসের ২৬ তারিখে ৩০ লাখ টাকার দরপত্র আহ্বান করে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড।সীমিত দরপত্র (এলটিএম) আওতায় ইজিপি পদ্ধতিতে আহবান ৩০ লাখ টাকার ওই দরপত্রে ৫ শতাংশ কমে ৭৫ জন ঠিকাদার দরপত্র দাখিল করেন। নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে নির্ধারিত ঠিকাদার নির্বাচনের নিয়ম থাকলেও লটারি দিতে গড়িমসি শুরু করে নির্বাহী প্রকৌশলী। বুধবার সকালে ঠিকাদাররা লটারির খোঁজ নিতে গিয়ে জানতে পারেন মঙ্গলবার রাতে লটারি হয়ে গেছে এবং মতিয়ার রহমান নামে এক ঠিকাদার দরপত্র পেয়েছেন। পরে স্থানীয় ঠিকাদার নির্বাহী প্রকৌশলীকে তার সরকারি কোয়ার্টারে (বাড়িতে) গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তারা নির্বাহী প্রকৌশলীকে মারধর করতেও উদ্যত হন।স্থানীয় ঠিকাদার আবুল কাশেম রুমেল, আফরুল ইসলাম, তপন, মো. সেলিম অভিযোগ করেন, আমরা আগে থেকেই জানতে পেরেছি নির্বাহী প্রকৌশলী ৪ লাখ টাকার এক ঠিকাদারকে দরপত্র প্রদান করবেন। এজন্য সেই ঠিকাদারের নাম উল্লেখ করে তাকে আমাদের উপস্থিতিতে লটারির কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাদেরকে না জানিয়ে রাতে ভুয়া লটারি দেখিয়ে তার পছন্দের ঠিকাদারকে নির্বাচন করেছেন।উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইজিপির নিয়ম অনুযায়ী মঙ্গলবার রাতে লটারি এবং বুধবার সকালে ঠিকাদারের নাম প্রকাশ করা হয়েছে। এখানে লটারির সময় সকল ঠিকাদারকে উপস্থিত থাকতে হবে এমন কোন ধরা বাধা নিয়ম নেই। এছাড়া অন-লাইনের কারণে লটারিতে অনিয়মের কোন সুযোগ নেই বলেও জানান তিনি।সফিকুল আলম/এএম/এবিএস