দেশজুড়ে

জনপ্রতিনিধির মাধ্যমে সাঁওতালদের ওপর হামলা : জয়নুল আবদিন

রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আদিবাসী সাঁওতালদের ওপর হামলা, অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলটি সাঁওতাল পল্লি জয়পুরপাড়া ও মাদারপুরে পৌঁছান। এ সময় বর্তমান আ.লীগ সরকারের আমলে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয় উল্লেখ করে এ ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান তিনি।প্রতিনিধিদলটি সাঁওতাল পল্লিতে পৌঁছে প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। এরপর জয়পুরপাড়া ও মাদারপুর সাঁওতাল পল্লিতে অবস্থান নেয়া ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজখবর নেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মাঝে শাড়ি, লুঙ্গিসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রতিনিধিদলের সঙ্গে সাবেক মন্ত্রী বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমেলন্দু দাস অপুসহ নয় সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিল্লুর রহমান পলাশ/এফএ/পিআর