দেশজুড়ে

সাঁওতালদের মামলায় আরো দু`জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা ঘটনায় দায়ের করা মামলায় আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার সাপমার ইউনিয়নের তরফকামাল গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ছরোয়ার হোসেন ওই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ও আকবর আলী একই গ্রামের আবদুর রহমানের ছেলে।  এ নিয়ে সাঁওতালদের পক্ষ থেকে করা মামলায় পুলিশ সাতজনকে গ্রেফতার করলেও ঘটনার সঙ্গে জড়িত মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িত থাকার অভিযোগে সাঁওতালদের মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এর আগে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার ঘটনার ১১ দিন পর ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুরের ছেলে স্বপন মুরমু বাদী হয়ে গত বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে বসতি গড়া সাঁওতালদের চিনিকলের শ্রমিক-কর্মচারীরা তুলে দিতে গেলে সংঘর্ষ বাধে। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল নিহত এবং ৩০ জন আহত হন। লরা গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুরপাড়া সাঁওতালপল্লীতে আশ্রয় নিয়েছেন। জিল্লুর রহমান পলাশ/এআরএ/এমএস