সাতক্ষীরার তালা সদরের ইমরান নিকারীকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিলেন কাতার প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ফজলুল কাদের। শুক্রবার ‘সুযোগ পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ইমরান’ এই শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ ডটকমে সংবাদ প্রকাশের পর ইমরানকে সহায়তা করতে এগিয়ে আসেন ফজলুল কাদের।ইমরান নিকারী তালা সদরের জেয়ালা নলতা গ্রামের সোহরাব নিকারীর ছেলে।ইমরান জাগো নিউজকে জানিয়েছিলেন, টাকার অভাবে সুযোগ পেয়েও তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। বাবা সোহরাব নিকারী মৎস্যজীবী। সারাদিন খাল-বিল-নদীতে মাছ ধরেই সংসার চলে তাদের। বাবা টাকা জোগাড় করতে পারেনি। এখন বাবার সাথে প্রতিদিন মাছ ধরতে যাচ্ছেন। এসময় তিনি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেন। জাগো নিউজে প্রকাশিত সংবাদটি পড়ে কাতার থেকে ইমরানকে ফোন দেয় কাতার প্রসাবী ফজলুল কাদের। ইমরানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধির সঙ্গে কথা বলে তার পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখার অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা পাঠিয়েছেন ফজলুল কাদের। ইমরানের ভর্তির জন্য ১৫ হাজার টাকা প্রয়োজন ছিল।শনিবার সকালে কাতার প্রবাসী ফজলুল কাদের মোবাইল ফোনে বলেন, সংবাদটি পড়ার পর ইমরানের সঙ্গে কথা বলে তার অসহায়ত্বের কথা বিস্তারিত জানতে পারি। ইমরানের স্বপ্ন পূরণে তার লেখাপড়ার জন্য সামান্য সহায়তা করেছি। আগামী মঙ্গলবার সকালে ১৮ হাজার টাকা ক্যাশ করা যাবে। এ সময় তিনি এমন মানবিক সংবাদ প্রকাশের জন্য জাগো নিউজকে ধন্যবাদ জানান।আকরামুল ইসলাম/আরএআর/এমএস