দেশজুড়ে

সুযোগ পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ইমরান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ১৫ হাজার টাকার অভাবে ভর্তি হতে পারছে না ইমরান নিকারী। সাতক্ষীরার তালা সদরের জেয়ালা নলতা গ্রামের সোহরাব নিকারীর ছেলে ইমরান। বাবা সোহরাব নিকারী মৎস্যজীবী। সারাদিন নদীতে মাছ ধরে সন্ধ্যায় সেই মাছ হাটে বিক্রি করে চাল-ডাল কিনেই সংসার চলে তাদের। অভাবের সংসারে খেয়ে না খেয়ে ইমরান সফলতার সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করে। ২০১৪ জেয়ালা পল্লী মঙ্গল হাইস্কুল এসএসসি এবং তালা সরকারি কলেজ থেকে ২০১৬ সালে জিপিএ-৫ অর্জন করে ইমরান। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে ২৯তম হয়েছে ইমরান নিকারী।ভারাক্রান্ত মনে ইমরান নিকারী জাগো নিউজকে জানান, ‘আব্বার সঙ্গে নদীতে মাছ ধরতে যাই। বাবা এখনো টাকা জোগাড় করতে পারেনি। আগামী ২১ নভেম্বর ভর্তির শেষ দিন। ভর্তি হতে ১৫ হাজার টাকা প্রয়োজন। বাবা বলেছেন, টাকা পাবো কোথায়। নিজের সংসারই চালাতে পারি না।’ মা মনোয়ারা বেগম কাঁদছেন টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছি না এটা ভেবে। স্বপ্ন ছিল লেখাপড়া করে বিসিএস ক্যাডার হবো। গরীবের স্বপ্ন থাকলেও স্বপ্ন পূরণের সাধ্য তো নেই। আর এজন্য বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন ইমরান (০১৯৫২৪৭১০৭৭)।আকরামুল ইসলাম/এআরএ/বিএ