দেশজুড়ে

মাদক মামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেফতার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সির ভাই মোস্তফা মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।শনিবার রাত ৮টার দিকে সাদুল্যাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বারীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে জেলা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মোস্তফা মিয়া সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।সাদুল্যাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বারী জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মোস্তফাকে সদর থানা হাজতে রাখা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জিল্লুর রহমান পলাশ/এফএ/এনএইচ/এমএস