দেশজুড়ে

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে সয়দাবাদ এলাকায় পার্বতীপুর থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ইকোপার্কের পাশে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ইকোপার্ক এলাকায় পৌঁছার পর প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পর্যায়ক্রমে ইঞ্চিনের পেছনে থাকা ছয়টি বগিও লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ট্রাফিক অফিসার শওকত জামিল জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছার পর বগি সরিয়ে লাইন সচল করা হবে। তবে কতক্ষণের মধ্যে লাইন সচল হবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি