দেশজুড়ে

হেমায়েতপুরে অস্ত্র কারখানায় অভিযান

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। সেখানে অভিযান চালিয়ে দুটি রিভলবার, লেদ মেশিন, অর্ধশত রিভলবার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় কারখানা মালিক রেজাউল করিমকে (৩৮) আটক করা হয়। সোমবার দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গাফুরিয়াবাদ গ্রামে এ অস্ত্র কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। দুপুর ২টায় পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানায় পুলিশ সুপার জিহাদুল করিম।তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি টিম গাফুরিয়াবাদ গ্রামে অভিযান চালায়। এ সময় রেজাউল করিমের কারখানা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপার জানান, রেজাউল করিম পেশায় একজন লেদ মেকার। এইচএসসি পাস করার পর তিনি ২০০৮ সালে মালয়েশিয়া যায় এবং সেখানে ২ বছর থাকার পর দেশে ফিরে আসেন। এরপর তিনি এই অপকর্মে লিপ্ত হন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে তার খারখানা থেকে পাইপ গান এবং রিভলবার উদ্ধার করে।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেয়া হবে। রিমান্ডে নিয়ে তার সঙ্গে কারা জড়িত সেসব বিষয়ে জানার চেষ্টা করা হবে।একে জামান/এএম/পিআর