দেশজুড়ে

ছেলেকে বাঁচাতে বৃদ্ধ বাবার আকুতি

রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এবার সম্মান (স্নাতক) ফাইনাল বর্ষের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম জাহিদ (২৫)। পরীক্ষার জন্য যথারীতি ফরম পূরণ করা হলেও সময় নির্ধারণের অপেক্ষা মাত্র। কিন্তু তিনি এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।গরিব বৃদ্ধ বাবা-মায়ের সন্তান জাহিদের পরীক্ষা দেয়া হবে কিনা সে দুশ্চিন্তা প্রতিনিয়িত তাকে তাড়া করছে। জীবন বাঁচানোর জন্য অনেক বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে তিনি। অনিশ্চিত হয়ে পড়েছে তার জীবন। মরণব্যাধি ব্রেইন টিউমার আক্রান্ত করেছে তাকে। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। এতো টাকা খরচ করার মতো তার পরিবারের সামর্থ্য নেই। তাই অর্থাভাবে সময়মতো অপারেশন করাতে না পারার দুশ্চিন্তায় দিশেহারা জাহিদের পরিবার। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের তিস্তা চর সিন্দুর্না গ্রামের বৃদ্ধ বাবা রোস্তম আলী (৮০) ও মা জামেলা বেগমের ছয় ছেলে মেয়ের মধ্যে সবার ছোট জাহিদ। বোনদের বিয়ে হয়ে গেছে। ভাইয়েরা আলাদা থাকেন। বিটেবাড়ি ও চাষাবাদের যতটুকু জমি ছিল তাও এবার তিস্তার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে। বাবা অন্যের জমি বর্গা চাষাবাদ করে যতটুকু পান তাতে সংসার ও সন্তানের লেখাপড়ার খরচ চালালেও দু-এক বেলা খেয়ে না খেয়ে কাটাতে হয় তাদের। রংপুর মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে কথা হলে তিনি জানান, জাহিদের ব্রেইন টিউমারটি এক মাসের মধ্যে অপারেশন করলে তার জন্য খুব ভালো হয়। জাহিদের বৃদ্ধ বাবা রোস্তম আলী বলেন, আমার তেমন কিছু নাই। যা বিক্রি করে ছেলের চিকিৎসার খরচ বহন করবো। তাই সমাজের বিত্তবানদের কাছে আকুতি। তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমার সন্তান নতুন জীবন ফিরে পাবে। অসহায় বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে জাহিদকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। বাড়িয়ে দিন সহযোগিতার হাত। সাহায্য পাঠানোর ঠিকানা, মোবাইল (০১৭৩৭-৩৫৮৫৯৩)। এছাড়া ডাচ্‌-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর-১৬২১০৫৩০৭১৫-তে সহযোগিতার অর্থ পাঠানো যাবে।রবিউল হাসান/এএম/পিআর