দেশজুড়ে

সাঁওতাল পল্লীতে গণশুনানি চলছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামার থেকে উচ্ছেদকৃত সাঁওতালদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে সাঁওতাল পল্লীতে গণশুনানি চলছে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এ গণশুনানি শুরু হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুলের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল গণশুনানিতে অংশ নিয়েছেন।গণশুনানির শুরুতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি ছামছুল হুদা ও সাঁওতাল নেতারা বক্তব্য দেন।জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর