খেলাধুলা

ফেলপসের আংটি বদল

বান্ধবী নিকোল জনসনের সঙ্গে বাগদান সেরে ফেললেন ২২টি অলিম্পিক পদকজয়ী মার্কিন জীবন্ত কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে খবরটা জানিয়েছেন ২৯ বছর বয়সী ফেলপস।২০১০ সালের মিস ক্যালিফোর্নিয়া জনসনের সঙ্গে কবে থেকে প্রেম চলছে, সে ব্যাপারে ফেলপস কিছু প্রকাশ না করলেও বাগদানের খবরটা সানন্দেই দিলেন। অলিম্পিক গ্রেট লিখেছেন, সে হ্যাঁ বলেছে। জনসন লিখেছেন, আমি মিসেস হতে চলেছি।২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আটটি স্বর্ণ জয় করে তাক লাগিয়ে দেয়া ফেলপস সর্বমোট ১৮টি অলিম্পিক স্বর্ণ জয় করার অবিশ্বাস্য রেকর্ডের অধিকারী। ২০১২ সালে লন্ডন অলিম্পিক শেষ করে তিনি অবসর নিলেও গত বছর অবসর ভেঙে ফেরেন। প্যান প্যাসিফিক সাঁতারে তিনটি স্বর্ণ জিতে বুঝিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি।এর আগে মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে যুক্তরাষ্ট্রের সুইমিং ফেডারেশন ফেলপসকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে, যা শেষ হবে আগামী এপ্রিলে।এমআর/পিআর