দেশজুড়ে

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি সুমন কুমারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার দুগালি গ্রামের গোবিন্দ মিস্ত্রির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন শাহজাদপুর উপজেলার বাদলবাড়ি গ্রামের পরেশ চন্দ্র সুত্রধরের ছেলে। শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রায় ২ মাস আগে উপজেলার বাদলবাড়ি গ্রামে বরুন চন্দ্রের শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায় সুমন কুমার। পরে ধর্ষিত শিশুর বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় সুমন কুমারকে আসামি করে ধর্ষণ মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে দুগালি গ্রামের গোবিন্দ মিস্ত্রির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি