মামলা নিষ্পত্তি জনিত জটিলতার কারণে সরকারের রাজস্ব হিসেবে ২৬ হাজার কোটি টাকা আটকে আছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার সেগুন বাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।তিনি বলেন, এক কোটি টাকার নিচে মামলাগুলো আগামী ১৫ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীদের নিকট হতে উন্মুক্ত মতামত সংগ্রহ করা হচ্ছে। রাজস্ব আদায়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তা যথাযথ মোকাবেলা করতে আমরা বদ্ধ পরিকর।এনবিআর চেয়ারম্যান বলেন, ইতমধ্যে দায়িত্বে অবহেলার কারণে আমরা বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিয়েছি। তা অব্যাহত থাকবে। নজিবুর রহমান বলেন, আমাদের প্রয়োজনের তুলনায় জনবলের ঘাটতি রয়েছে। তাই আমাদের লক্ষ্যমাত্রার ৮১ শতাংশের মত রাজস্ব আদায় হয়। চাহিদা অনুযায়ী জনবল পেলে শতভাগ আদায় করতে পারবো।এসআই/এএইচ/পিআর