দেশজুড়ে

সাদুল্যাপুরে মাছ ব্যবসায়ীকে হত্যা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় শ্রী সুনিলচন্দ্র দাস (৩৯) নামে এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তেরা। বুধবার ভোররাতে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে গুচ্ছগ্রামের একটি ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রী সুনিলচন্দ্র দাস সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গ্রামের (মাঝিপাড়া) মৃত শসিচন্দ্র দাসের ছেলে। বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শাহীন সরকার জানান, বুধবার সকালে নিজ বাড়ির সামনে ফাঁকা জায়গার পুকুরের পাশের ধানের জমিতে সুনিশ চন্দ্রের মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন সুনিল।সুনিল চন্দ্রের বড় ভাই সুশিল চন্দ্র জানান, রাত ৯টার দিকে ফোন করে বাড়ি ফেরার কথা বললে সুনিল জানায়, তার বাড়ি ফিরতে দেরি হবে। কিন্তু রাতে সুনিল আর বাড়ি ফেরেনি। পরে মোবাইল ফোনে কল দিয়েও ফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছে ধানের জমিতে সুনিলের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। তিনি আরও জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি (কোলা, জলাশয়ে) মাছ চাষ ও দোকান ঘর করা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব ছিলো। ওই দ্বন্দ্বের জেরে তারা সুনিলকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। ঘটনাস্থল থেকে সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, সুনিলের হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। জিল্লুর রহমান পলাশ/এফএ/পিআর