দেশজুড়ে

বন্ধুকে বাঁচাতে পথে পথে ঘুরছে সহপাঠীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুরুত্বর অসুস্থ রাব্বীকে বাঁচাতে পথে পথে ঘুরে সাহায্য তুলছেন তার সহপাঠীরা। রাব্বীর পাশে দাঁড়াতে ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা এখন নেমে পড়েছেন রাস্তায়। তারা প্রত্যেক দোকানে ও মানুষের কাছে রাব্বীকে বাঁচাতে আর্থিক সহযোগিতা চেয়ে নিচ্ছেন বিনা সংকোচে। বৃহস্পতিবার দুপুরে দিনাজুপরের শহরের বিভিন্ন রাস্তায় এভাবেই সাহায্য চাইতে দেখা গেছে তাদের।সাহায্য তুলে বেড়ানো শিক্ষার্থীদের মধ্যে তরিকুল ইসলাম জানান, আমাদের বন্ধুর জন্য আজ আমরা রাস্তায় নেমেছি। আমাদের একটু কষ্ট আর মানুষের একটু সহানুভূতি যদি আমাদের বন্ধু বা একজন মানুষের সামান্য উপকারে আসে সেটিই হলো আমাদের বড় পাওয়া। রাব্বী দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ (মার্কেটিং) বিভাগের শিক্ষার্থী। তিনি মরণব্যাধি ক্যান্সারে (Hodgkin`s Lymphoma with right lower limb DVT) আক্রান্ত। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন, তাকে সুস্থ করতে ৩০ লাখ টাকা প্রয়োজন।রাব্বীর অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা মো. হারুনুর রশীদের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। ছেলেকে বাঁচাতে ইতোমধ্যে পেনশনের সব টাকা তুলে ফেলেছেন তিনি। এখন নিঃস্ব হয়ে অপেক্ষা করছেন হৃদয়বানদের।রাব্বী বগুড়ার ধুনট উপজেলার খাটিয়াবাড়ি গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে। আমাদের সবার ছোট ছোট প্রচেষ্টা আর কিছু সাহায্য বাঁচাতে পারে রাব্বীকে। পারে তার অসহায় মা-বাবার মুখে হাসি ফোটাতে।আসুন রাব্বীর পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করি। তাকে সহযোগিতা পাঠাতে পারেন রাব্বীর বোনের ০১৭২৮৭৪৬৪২০ (পার্সোনাল) বিকাশ নম্বরে। সাহায্য পাঠাতে পারেন ডাচ্-বাংলা ব্যাংকের ০১৭৩৮৪৭১৭৪১-০ নম্বরেও।এমদাদ/ এমএএস/আরএস