দেশজুড়ে

পুলিশের হাত থেকে আসামির পলায়ন

সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশের হাত থেকে মোদাচ্ছেরুল (৩৫) নামে মাদক মামলার এক আসামি পালিয়েছে। শুক্রবার  বিকেলে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক  মোদাচ্ছেরুল বেলকুচি উপজেলার শেরনগর মহল্লার রিয়াজ মোল্লার ছেলে। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মোদাচ্ছেরুল এনায়েতপুর থানায় দায়ের করা একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার দুপুরে তাকে বেলকুচি পৌর এলাকার শেরনগর থেকে গ্রেফতার করে বিকেলে সিএনজি চালিত অটোরিকশাযোগে সিরাজগঞ্জ আদালতে নেয়া হচ্ছিল। অটোরিকশাটি সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় পৌঁছলে আসামির হাতের হ্যান্ডকাপে ত্রুটি দেখা দেয়। এ সময় দায়িত্বরত কনস্টেবল তার হ্যান্ডকাপ খুলে ত্রুটি মেরামতের চেষ্টা করেন। এ সুযোগে আসামি মোদাচ্ছেরুল সিএনজি অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।ইউসুফ দেওয়ান রাজু/আরএ্রআর/এমএস