দেশজুড়ে

ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিয়ালকোলে ট্রাকচাপায় ইব্রাহিম হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।নিহত ইব্রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন ছাত্রলীগের সাহিত্য-পাঠাগার সম্পাদক ও খাগা গ্রামের আলম শেখের ছেলে। শনিবার রাত ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত ইব্রাহিম সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানান বহুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা।স্থানীয়রা জানায়, শনিবার রাত ৮টায় ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন সিরাজগঞ্জ শহর থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিলন্দায় পৌঁছালে সিরাজগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তিনি মারা যান।সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সাইফুল ইসলাম ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এনএইচ/এমএস