গণমাধ্যম

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রশীদ, সাধারণ সম্পাদক সাগর

কুষ্টিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার প্রবীণ সাংবাদিক বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জাগো নিউজের জেলা প্রতিনিধি আল মামুন সাগর।শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের মধ্যে আবদুর রশীদ চৌধুরী-আল মামুন সাগর প্যানেল ১৬টি পদে জয়লাভ করে।২০১৬-২০১৮ মেয়াদের এই নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। এর একটি আবদুর রশীদ চৌধুরী-আল মামুন সাগর প্যানেল এবং অপরটি রাশেদুল ইসলাম বিপ্লব-এস এম হালিমুজ্জামান প্যানেল। নির্বাচনে রাশেদুল ইসলাম বিপ্লব-এসএম হালিমুজ্জামান প্যানেল মাত্র তিনটি নির্বাহী সদস্য পদ পেয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া সংবাদ প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী পান ৬৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আরশীনগর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব পেয়েছেন ৫৬ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জাগো নিউজের কুষ্টিয়া প্রতিনিধি আল মামুন সাগর পেয়েছেন ৮০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এসএম হালিমুজ্জামান পেয়েছেন ৩৯ ভোট।এছাড়া আবদুর রশীদ চৌধুরী-আল মামুন সাগর প্যানেল থেকে নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি আল আলা মওদুদ, আজকের সূত্রপাতের সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি এএইচএম আরিফ, দৈনিক দেশতথ্যের এনামুল হক, দৈনিক আমার সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল ও সাপ্তাহিক জাগরণীর ডা. গোলাম মাওলা।এছাড়া নির্বাহী সদস্য পদে রাশেদুল ইসলাম বিপ্লব-এসএম হালিমুজ্জামান প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- দৈনিক আরশীনগরের ফেরদৌস রিয়াজ জিল­ু, সময়ের কাগজের নুরনবী বাবু এবং দৈনিক স্বর্ণযুগের জামিল হাসান খোকন।আল মামুন সাগর/এফএ/এনএইচ/এমএস