সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে আটক জেএমবির চার নারী সদস্যর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জেএমবির চার নারী সদস্যকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে বিচারক মো. জাফরোল হাসান তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এরা হলেন- সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের রুমানা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১)। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবির এই চার নারী সদস্যকে আটক করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১৩ ধারায় মামলা (মামলা নং জিআর ৪৯৫/১৬) দায়ের করেন। এই মামলায় রোববার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন আদালত। ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস