দেশজুড়ে

পূর্বধলায় ১৩ জুয়াড়ির কারাদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় জুয়া খেলার দায়ে ১৩ জুয়াড়িকে আটক করে প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ১১০ টাকা জব্দ করা হয়।রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাদি-উর রহিম জাজিদ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, পূর্বধলার মহিষবেড় গ্রামের আব্দুুস সালাম, শাহজাহান, মোস্তফা, নিবাস পাল, খায়রুল হক, সাধুপাড়া গ্রামের দিলীপ সরকার, তারাকান্দার সুমন, নাজমুল হাসান, ময়মনসিংহের চরনিলক্ষীয়ার হারুন মিয়া, বাবুল মিয়া, গৌরীপুর উপজেলার সিদ্দিক মিয়া, মাহবুব ও মাসুদ মিয়া। জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ শনিবার রাত সাড়ে ৯টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের ধান বাজার এলাকায় মিন্টু মিয়ার বাড়িতে জুয়া খেলার সময় ৩২ হাজার ১১০ টাকাসহ ১৩ জুয়াড়িকে আটক করে।  রোববার দুপুরে তাদের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাদি-উর রহিম জাজিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এ দণ্ড দেন। কামাল হোসাইন/এএম