রাজনীতি

তারেকের রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানার জারি করেছেন মাদারীপুরের আদালত।বৃহস্পতিবার মামলার ধার্য্য তারিখে আসামি তারেক রহমান আদালতে হাজির না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশাস।গত ২২ ডিসেম্বর মামলাটি দায়ের করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বাবুল আখতার।মামলার নথি সূত্রে জানা যায়, লন্ডনে বিএনপির সমর্থকদের নিয়ে আয়োজিত গত বছরের ১৫ ডিসেম্বর একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন তারেক রহমান।এমএএস/আরআই