দেশজুড়ে

সাতক্ষীরায় মুনছুর আহম্মেদের মনোনয়ন প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনছুর আহম্মেদ। এদিকে তার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। রোববার বিকেলে আলহাজ নজরুল ইসলামের মনোনয়ের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। বিক্ষোভ মিছিলটি শহরের রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজ্জাক পার্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলামসহ আরো কয়েকজন। কেন্দ্র থেকে দলীয়ভাবে মুনছুর আহমেদের নাম ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে উঠে তৃণমূল নেতাকর্মীরা।সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, গোলাম মোস্তফা বাবু, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন প্রমুখ।আকরামুল ইসলাম/এএম