ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জমিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নিয়মিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের করা স্থগিত আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। জামিন স্থগিত সংক্রান্ত রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানিতে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। এর আগে গত ২৪ নভেম্বর মিনারের ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান, মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। মিনার চৌধুরী বর্তমানে কারাগারে আছেন।২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন।ওইদিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন। এফএইচ/এনএফ/আরআইপি