অর্থনীতি

লাফাজ সুরমার পর্ষদ সভা ৫ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফাজ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা  অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা। যদিও এর আগে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।উল্লেখ্য ‘জেড’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/আরএস/পিআর