রাজনীতি

শনিবার কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

কেন্দ্রীয় কারাগারে আটক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সদস্যদের শনিবার সাক্ষাৎ করতে বলেছেন কারা কর্তৃপক্ষ। শুক্রবার কামারুজ্জামানের আইনজীবী শিশির মো. মনির বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা জেল কর্তৃপক্ষের কাছে আগামীকাল (শনিবার) সকালে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছেন। জেল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দিয়েছেন।উল্লেখ্য, কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারির পর এটিই পরিবারের সদস্যদের প্রথম সাক্ষাৎ।আরএস/পিআর