পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মইন খান বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে বিমান বন্দর থেকে পালিয়ে গেছেন। জানা গেছে, বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দরে পৌঁছে তিনি জানতে পারনে বিক্ষুদ্ধ এক দল সমর্থক ডিম এবং ব্যানার নিয়ে বাইরে অপেক্ষায় রয়েছেন। তাই বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি এক বন্ধুর সাহয়াতায় পালাতে বাধ্য হন। টার্মিনাল ভবনের বাইরে অবস্থারত গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা কথা বলতে চাননি পাকিস্তান দলের সাবেক এ অধিনায়ক। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ছবি তুলতে এবং তার মন্তব্য জানতে চাইলে মঈন ঐ সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। পরে মঈন বেরিয়ে গেছেন শুনে এক ক্ষুদ্ধ ব্যক্তি ডিমগুলো নিজের মাথায় ভেঙ্গে বিমান বন্দর ত্যাগ করেন।উল্লেখ্য, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ক্রাইস্টচার্চে জুয়ার আসরে যাওয়ায় মঈনকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এএইচ/পিআর