দেশজুড়ে

মাদকের বিরোধিতা করায় মুক্তিযোদ্ধাকে মারধর

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর প্রতীক মো. রফিকুল ইসলামকে (৬৫) পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।আহত মো. রফিকুল ইসলামকে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গজারিয়া থানার মধ্য বাটের চর এলাকায়। ঘটনার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছিল।রফিকুল ইসলামের ছেলে মো. ডালিম জানান, সোমবার সন্ধ্যায় গজারিয়া থানা থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে ভাটের চর এলকায় স্থানীয় মাদক ব্যবসায়ী শফি, সজীব, শহীদুল্লাহ, সেতু, আকাশসহ ১০/১২ জন তার বাবার উপর হামলা চালায়। মাদক ব্যবসার প্রতিবাদ ও তাদের উচ্ছেদের জন্য তিনি সক্রিয় ছিলেন। তাই তারা বাবার উপর হামলা চালিয়েছে।গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াত-উল ইসলাম ভূঁইয়া জানান, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।এদিকে, বীর প্রতীক মো. রফিকুল ইসলামের আহত হওয়ার খবরে মুন্সিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য তাকে দেখতে স্থানীয় হাসপাতালে আসেন। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস