সাতক্ষীরায় অভিযান চালিয়ে বিএনপি নেতা ও জামায়াত-শিবিরের চারকর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে কলারোয়া উপজেলা কুশোডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ১৪ জন, কলারোয়া থানার ছয়জন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার দুইজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার দুইজন রয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।আকরামুল ইসলাম/এএম/এমএস