মেহেরপুরের সড়ক-মহাসড়কগুলোতে কোন প্রকার স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান- নছিমন, আলগামন, করিমন, আলমসাধু, ভটভটি ও ইজিবাইক চলাচল করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের কমিউনিটি সেন্টারে এসব যান চালকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানায় পুলিশ প্রশাসন।পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ১৮ বছরের নিচে কেউ এসব যান চালাতে পারবে না। এছাড়া সড়ক-মহাড়কে এসব যান চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সড়ক-মহাসড়ক বাদে জেলার অন্যান্য সড়কগুলোতে এসব যান চলাচল করবে। হাইকোর্টের নির্দেশনা মেনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি জানান। সভায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ইজি-বাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম, নিরাপদ সড়ক চাইয়ের সাধারণ সম্পাদক তুহিন আরণ্য। জেলার স্যালো ইঞ্জিনচালিত যান নছিমন, আলগামন, করিমন, আলমসাধু, ভটভটি ও ইজিবাইক চালকরা সভায় অংশ নেয়।আসিফ ইকবাল/এএম/এমএস