বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছে। শনিবার ভোরে শেরপুর সদর উপজেলার হাওড়া সাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার হাওড়া সাপমারী গ্রামের মৃত জব্বার খাঁর দুই ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে মন্ডল এবং ছোট ভাই সাইফুল মালেক সুজনের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ভোরে ওই সীমানা কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই শহিদুল ইট দিয়ে আঘাত করে সুজনকে মাটিতে ফেলে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে প্রতিবেশীরা সুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই ও তার পরিবার পালাতক রয়েছ। এ ঘটনায় মামলার প্রকৃয়া চলছে। এএইচ/এমএস