সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের বাবাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩ বাসযাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের গোপালপুর প্রতিনিধি জয়নাল আবেদীনের বাবা হাতেম আলী (৯৪) ও ইমতিয়াজ হাসান রুবেল (২০) উলাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহলার রজব আলীর ছেলে এবং উলাপাড়া সরকারি আকবর আলী কলেজের বিএ ২য় বর্ষের ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় চারজন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাতেম আলী মারা যান। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উলাপাড়া উপজেলার আরএস পল্লীবিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হাসান রুবেল। ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস