দেশজুড়ে

কুড়িগ্রামে আ. লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল

কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর আলী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের হাতে তার পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল মঞ্জু এ মনোনয়নপত্র দাখিল করেন। কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পদে আওয়ামী লীগ সমর্থিত মো. জাফর আলী, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী পনির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্রপ্রার্থী আবু তাহের খায়রুল আলম (এটি) মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর আলীর পক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৩টি পৌরসভা এবং ৭৩টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ১৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নাজমুল হোসাইন/এএম/পিআর