দেশজুড়ে

লালমনিরহাটকে মাদকমুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, লালমনিরহাট একটি শান্তিপ্রিয় জেলা। এ জেলার সকল মানুষের ঐকান্তিক প্রচেষ্ঠায় জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটেনি। তাই লালমনিরহাটবাসীকে এবার মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।বৃহস্পতিবার  বিকেলে লালমনিরহাট কালেক্টর মাঠে জঙ্গিবাদ, মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, জঙ্গিবাদ আর মাদক আমাদের দেশের অন্যতম সমস্যা। কিন্তু স্থানীয় মানুষের সকলের প্রচেষ্ঠায় আমাদের দেশে বর্তমানে জঙ্গিবাদ আর নেই। কারণ জনগণ তাদের সমর্থন করে না।ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, লালমনিরহাট একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই জেলায় একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির রয়েছে। তাই এই জেলায় যেন কোনোভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সকলকেই সচেতন থাকতে হবে।লালমনিরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি এ সমাবেশের আয়োজন করে। পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে সমাবেশে  অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ, চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাল, রংপুর বিভাগীয় পুলিশিং কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এসএ হামিদ বাবু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মো. আজিজুল হক  (বীর প্রতীক) প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। এতে জেলার পুলিশিং কমিটির সদস্যসহ ২০ হাজার লোক অংশগ্রহণ করে।রবিউল হাসান/আরএআর/পিআর