দেশজুড়ে

চাঁদপুরে চেয়ারম্যান পদে ১০ প্রার্থী

চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য ৮০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী না থাকলেও মনোনয়নপত্র দাখিল করা ১০ জন চেয়ারম্যানের মধ্যে ৮ জনই আওয়ামী লীগ সমর্থিত। এর মধ্যে দুই জন মুক্তিযোদ্ধা।আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- আলহাজ ওসমনি গনি পাটওয়ারি, মো. ইউসুফ গাজী, মো. নূরুল আমিন, নূরুল ইসলাম নাজিম দেওয়ান, মো. শহিদ উল্লাহ মাস্টার, মো. আহসান উল্লাহ আখন্দ, মো. জহিরুল ইসলাম ও আব্দুর রব ভূঁইয়া।মুক্তিযোদ্ধা দুইজন হচ্ছেন- এম এ ওয়াদুদ ও শহিদ আহম্মদ মজুমদার।ইকরাম চৌধুরী/আরএআর/বিএ