লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের তিনদিন পর আলেমা খাতুন (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামের নিজঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।নিহত উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ছয়ানী পিত্তিফাটা গ্রামের মো. ফরিদুল ইসলাম মণ্ডলের স্ত্রী।এলাকাবাসী জানান, গত তিনদিন ধরে আলেমা খাতুন নিখোঁজ ছিলেন। পরে তার নিজঘরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মৃত আলেমা খাতুন মানসিক রোগী ছিলেন। এ ঘটনায় এলাকায় সন্দেহ সৃষ্টি হয়েছে।হাতীবান্ধা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে কোনো কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।রবিউল হাসান/এফএ/এনএইচ/পিআর