দেশজুড়ে

সিরাজগঞ্জে বাসচাপায় শ্রমিক নিহত

সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিয়ালকোলে বাসচাপায় মিনা খাতুন (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মিনা খাতুন সিরজাগঞ্জ পৌর এলাকার একডালা মহল্ল­ার আয়নাল হোসেন সর্দারের স্ত্রী ও শিয়ালকোল ইউনিয়নের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম.এ. মতিন কটন মিলস লিমিটেডের সুতা প্রসেস বিভাগের কর্মচারী ছিলেন। নিহতের বড় ভাই নূর ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মিনা খাতুন রাতের শিফটে কাজ শেষে ভোর ৬টায় সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি বাস তাদের সিএনজিকে চাপা দেয়। এতে মিনাসহ আরো ৩ শ্রমিক আহত হন। স্থানীয়রা গুরুতর আহত মিনা খাতুনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পথে সকাল ৯টায় তার মৃত্যু হয়। ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এনএইচ/পিআর