বর্তমানে ভারত মহাসাগরে চীনের একটি নিউক্লিয়ার সাবমেরিন অবস্থান করছে বলে ভারতীয় সেনাবাহিনী। বার্ষিক নৌদিবস উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান সুনীল লানবা জানান, ভারত মহাসাগরে অবস্থান করা ওই সাবমেরিনটি থেকে করাচি বন্দরের সঙ্গে যোগযোগ রাখা হচ্ছে। পিপল লিবারেশন আর্মির এই সাবমেরিন ও যুদ্ধজাহাজ নৌবাহিনীর কড়া নজরে রয়েছে।ভারতীয় গণমাধ্যমের খবরে এসব বলা হয়েছে। ভারতের সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েছে বলে পাকিস্তানের যে দাবি ছিল সেটিও উড়িয়ে দিয়েছে ভারতীয় নৌবাহিনী।এনএফ/এমএস