সিরাজগঞ্জ শহররক্ষায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুমন রহমান (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহররক্ষা হার্ডপয়েন্টের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন রহমান সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লর আনিছুর আহমেদের ছেলে ও মওলানা ভাসানী ডিগ্রি কলেজের মানবিক শাখার তৃতীয় বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম শফিক জানান, সুমন কলেজের পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ শহররক্ষা হার্ডপয়েন্ট বেড়াতে যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পিলার ও ব্লকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। সিরাজগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. জ্যোতি ভাস্কর সাহা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি