দেশজুড়ে

নেত্রকোনায় কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ময়মনসিংহরোহী গ্রামের একটি কালী মন্দিরের কালী প্রতিমা ও শিবসহ তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় মন্দিরের দরজা খোলা দেখতে পায় স্থানীয় লোকজন। পরে মন্দিরের ভেতরে গিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখতে পায়। এছাড়া আরও দুটি প্রতিমা মন্দির থেকে প্রায় ৩০০ গজ দূরে জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন জাগো নিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।নেত্রকোনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।কামাল হোসাইন/এফএ/এনএইচ/এমএস