দেশজুড়ে

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

সিরাজগঞ্জ জেলায় পুলিশের অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার দুপুর দেড়টায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে পুলিশ ম্যাজিস্ট্রেসির উদ্যেগে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় ৩ হাজার ৪শ ২৫ বোতল ফেনসিডিল, ১শ ৫১ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪শ ৯০ শিশি অ্যামপুল ইনজেকশন, ২২ লিটার চোলাই মদ ও ১ বোতল ওয়াশ ধ্বংস করা হয়।মাদকদ্রব্য ধ্বংস কার্যাক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল­াহ আল মামুন। এসময় উপস্তিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহিদুল­াহ ও সিনিয়র সিএসআই মো. মতিউর রহমান প্রমুখ।ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস