টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। এতে চূড়ান্ত প্রার্থী তালিকায় চেয়ারম্যান পদে ২, সাধারণ সদস্য পদে ৪৯ ও সংরক্ষিত পদে ১৬ জন বৈধতা পেয়েছেন।জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র জমা প্রসঙ্গে তিনি জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে ছিলেন ৪, সাধারণ সদস্য পদে ৫৮ ও সংরক্ষিত পদে ১৮ জন। এর মধ্যে রোববার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছে চেয়ারম্যান পদে ২, সাধারণ সদস্য পদে ৪৯ ও সংরক্ষিত পদে ১৬ জন।মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।এ পদে স্বতন্ত্রপ্রার্থী হিবেবে নির্বাচন করবেন বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. ফজলুল হক মল্লিক।মনোনয়ন বাছাই শেষে চেয়ারম্যান পদে বাদ পড়েছেন জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু ও আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু। উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট ১ হাজার ৬০৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়াও ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। সাধারণ ওয়ার্ডে একজন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে একজন মহিলাসহ মোট ২০ জন সদস্য নির্বাচিত হবেন। আরিফ উর রহমান টগর/এএম/পিআর