গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির ২৩০ বস্তা চাল আটক করেছে স্থানীয় জনতা। রোববার সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি বাজার থেকে চালগুলো আটক করা হয়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার জানান, তার ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চাল বিতরণ চলছে। ইউনিয়নে ডিলার এমিল ছাদেকিন সম্রাট নভেম্বর মাসের বরাদ্দকৃত ৩০ কেজি ওজনের ৮৮০ বস্তা চাল উত্তোলন করেন। পরে চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করে বেশ কিছু চাল গোডাউনজাত করে রাখেন।তিনি আরও জানান, রোববার বিকেলে ডিলার সম্রাট ৬৪ বস্তা চাল বিক্রির জন্য ট্রলিযোগে বাজারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা টের পেয় ট্রলিসহ ৬৪ বস্তা চাল আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার গোডাউন থেকে আরও ১৬৬ বস্তা চাল আটক করে।সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চাল উদ্ধার করার জন্য পুলিশসহ প্রশাসনের লোক পাঠানো হয়েছে। চাল আটকের বিষয়টি তদন্ত করে ডিলার সম্রাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর