কথায় আছে ‘বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়’। কথাটার যথার্থতা রয়েছে বাস্তবেও। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিবিএ (মার্কেটিং) বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. গোলাম রাব্বীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে অর্থ সংগ্রহে নেমেছে তারই বন্ধুরা। বন্ধুকে বাঁচাতে আর্থিক সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তারা।রোববার দুপুরে সাদা বাক্স হাতে ১৫-২০ জন ছেলে-মেয়েকে দেখা যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাক্সে লেখা ক্যান্সারে আক্রান্ত রাব্বীকে বাঁচাতে এগিয়ে আসুন। কথা বলে জানা যায়, তারা সকলেই রাব্বীর বন্ধু। বন্ধুর চিকিৎসার জন্য দিনাজপুরের হাবিপ্রবি থেকে অর্থ সংগ্রহ করতে এসেছেন। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় তারা অর্থ সংগ্রহ করবেন রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও। তারা স্বপ্ন বুনছেন বন্ধুকে বাঁচানোর। বন্ধু সুস্থ হয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরবে এই প্রত্যাশা এখন তাদের।রাব্বীর বন্ধু রুহুল আমিন জানান, বর্তমানে রাব্বীর মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে। তাকে সুস্থ করার জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু রাব্বীর অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা মো. হারুনুর রশীদের পক্ষে ৩০ লাখ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। রাব্বীকে বাঁচাতে ইতোমধ্যে পেনশনের সব টাকা তুলে ফেলেছেন তিনি। তাই বন্ধুকে বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।রাব্বী মাধ্যমিকে সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ অর্জন করেন। স্কুল-কলেজের পাঠ চুকিয়ে স্বপ্ন পূরণে ভর্তি হন হাবিপ্রবিতে।রাব্বী বগুড়ার ধুনট উপজেলার খাটিয়াবাড়ি গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে।আসুন রাব্বীর পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করি। রাব্বীকে সহযোগিতা করতে পারেন ০১৭২৮৭৪৬৪২০ (পার্সোনাল) বিকাশ নম্বরে। এছাড়া সাহায্য পাঠাতে পারেন ডাচবাংলা ব্যাংকের ০১৭৩৮৪৭১৭৪১-০ নম্বরেও।সজীব হোসাইন/এফএ/এমএস